bytes (.dev) নিউজলেটারটি আমি কয়েক মাস যাবত পড়ছি। ঐ নিউজলেটারের শেষের দিকে কিছু কোড সম্পর্কিত কুইজ থাকে, উত্তর আরো নিচে দেয়া থাকে। সেই কোডের রঙ ভাল লেগেছিল।

ইমেইল করে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের কোনো থিম আছে কিনা?

উত্তর দিয়েছে- It’s a custom theme.

থিম বানিয়ে পাবলিশ করতে বললে রিপ্লাই দিয়েছে- Eventually. Not a ton of time right now but we plan on doing it in the future.

আমি আজ ৫-৭ ঘন্টা খরচ করে শিখলাম ও বানালাম। আমি জানি, প্রচুর অসম্পূর্ণতা আছে, এখন শুধু html-css-js-jsx সাপোর্ট করে। কিন্তু যাই হোক, প্রথম একটা কাজ করতে পেরে ভাল লাগলো।

শুধুমাত্র html-css-js-jsx কোডের জন্য ইচ্ছা হলে এমনেই একটু দেখতে পারেন https://marketplace.visualstudio.com/items?itemName=ZubairIbnZamir.bytes-newsletter-theme

আমি রেকমেন্ড করবো Colorized+ ভার্সনটা ব্যবহার করতে। কারণ মূল থিম ছাই রঙ অনেক বেশি। Colorized+ থিমে আমি ছাই কমিয়ে দিয়েছি।

আর bytes.dev নিউজলেটারটা পড়তে পারেন, আশা করি বেশ উপকৃত হবেন।